Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি জেলায় ১টি করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় অবস্থিত। তম্মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাতক্ষীরা কার্যালয় একটি। সাতক্ষীরা শহরের পোষ্ট অফিস হতে কলেজ রোডের ফুড অফিস মোড় নামক স্থানে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, সাতক্ষীরা অফিসের বিপরীতে খাদ্য বিভাগের নিজস্ব জায়গায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় স্থাপিত।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাতক্ষীরার অধীন ৭টি উপজেলা (সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, তালা) ও ০৯ টি এলএসডির কার্যালয় (সাতক্ষীরা সদর, কলারোয়া, পারুলিয়া, বসন্তপুর, নকিপুর, নওয়াবেকী, আশাশুনি, বড়দল, পাটকেলঘাটা এলএসডি) রয়েছে। জেলার ০৭টি উপজেলার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সকল কার্যক্রম নিবীড় পর্যাবেক্ষণ,  স্বল্প ও সীমিত আয়ের জনসাধারণের খাদ্য সহায়তা প্রদানকল্পে উর্ধ্বতন দপ্তর/কার্যালয় হতে প্রাপ্ত বিভিন্ন প্রকার নির্দেশনাসমূহ উপজেলা ও এলএসডি পর্যায়ে বাস্তবায়ন করাই এ কার্যালয়ের লক্ষ্য।